বিজ্ঞাপন

শেকৃবি চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত

September 20, 2021 | 10:21 pm

শেকৃবি করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘ বন্ধের পরে অক্টোবরে খুলতে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন সেন্টার স্থাপিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ সেপ্টেম্বর) আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো শহিদুর রশিদ ভুঁইয়া। এর আগে গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটি পরিদর্শন করেন তিনি।

আইসোলেশন সেন্টারের কার্যকারিতা ও পরিধি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার ডা. খন্দকার মো. শহিদুল ইসলাম বলেন,‘আমাদের এখানে ৩টি রুম রয়েছে। এর মধ্যে মাঝখানের রুমটিকে অস্থায়ী আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে। রুমটিতে সম্ভবত দুই সিটের আইসোলেশন সেন্টার করা যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বিষয়টি জানানো হয়েছে, তারা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন,‘আমাদের জায়গায় সংকটের কারণে বড় পরিসরে আইসোলেশন সেন্টার করা যাচ্ছে না। তবে প্রয়োজন হলে বড় পরিসরে করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

একইসঙ্গে লোকবলের ঘাটতির কারণে এই আইসোলেশন সেন্টারের কার্যকারিতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার ডা. খন্দকার মো. শহিদুল ইসলাম। মূলত, মেডিকেল সেন্টারটিতে ১৭টি পদের বিপরীতে মাত্র ৪-৫টি পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে।

আইসোলেশন সেন্টার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো শহীদুর রশিদ ভুঁইয়া বলেন, ‘আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিদ্রুতই এটি কার্যকর করা হবে। জায়গার সংকটের কারণে আমরা দুই সিটের একটা আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে কাজ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন