বিজ্ঞাপন

আফগানিস্তানের ৩ টন হেরোইন ভারতে জব্দ

September 21, 2021 | 5:29 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাট রাজ্যের মুন্দ্রা বন্দর থেকে তিন টন সমপরিমাণ হেরোইন জব্দ করেছে দেশটির চোরাচালান প্রতিরোধী গোয়েন্দারা (ডিআরআই)। যার বাজার মূল্য অন্তত ২.৭ বিলিয়ন মার্কিন ডলার বলে জানাচ্ছে বিবিসি।

বিজ্ঞাপন

তবে, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে জব্দকৃত মাদকের প্রকৃত পরিমাণ এবং দাম নির্ধারণের চেষ্টা চলছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

হেরোইনের চালানটি আফগানিস্তান থেকে ইরান হয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে এসেছিল বলে জানিয়েছে বিবিসি। এই চোরাচালানের সঙ্গে জড়িত কয়েকজন আফগান নাগরিককেও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতিসংঘের হিসাব অনুযায়ী আফগানিস্তান পৃথিবীর সবচেয়ে বড় হেরোইন উৎপাদনকারী দেশ। পৃথিবীর মোট উৎপাদিত হেরোইনের ৮০ ভাগ আফগানিস্তান থেকে আসে।

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন