বিজ্ঞাপন

তারা সবচেয়ে বয়স্ক জমজ

September 21, 2021 | 6:37 pm

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের শোডোশিমা দ্বীপে ১৯১৩ সালে জন্মগ্রহণ করেন উমেনো সুমিয়ামা এবং কওমে কোডামা নামের দুই জমজ বোন। সেই হিসাবে তাদের বর্তমান বয়স ১০৭ বছর ৩০০ দিনের ওপরে। এই দুই বোনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (২০ সেপ্টেম্বর) এই আনুষ্ঠানিক ঘোষণা আসে। জাপানের দুইটি আলাদা অংশে বসবাসকারী দুই বোনের কাছে বিশ্ব রেকর্ডের সনদ আলাদা আলাদাভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, এই রেকর্ড ছিল জাপানেরই আরও দুই জমজ বোন কিন নারিতা এবং জিন ক্যানির দখলে। কিন্তু, ২০০০ সালে কিন এবং পরের বছরই জিন ১০৮ বছর বয়সে মারা যান।

এ ব্যাপারে গিনেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১লা সেপ্টেম্বরেই তাদেরকে নতুন রেকর্ডধারী হিসেবে চিহ্নিত করা হয়।

বিজ্ঞাপন

এদিকে উমেনো এবং কওমের পরিবার জানিয়েছে, দুই বোন তাদের এই বয়স পর্যন্ত পৌঁছনো নিয়ে মাঝেমধ্যেই রসিকতা করে থাকেন। ব্যক্তিগত জীবনে উমেনো চার এবং কওমে তিন সন্তানের জননী।

প্রসঙ্গত, বর্তমানে জাপানিদের আয়ু পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এবং সেখানে বয়স্ক ব্যক্তিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তিটিও বর্তমানে জাপানি। কেন তানাকা নামে সে নারীর বয়স ১১৮ বছর।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন