বিজ্ঞাপন

ডিসেম্বরেই চালু হচ্ছে ফাইভ-জি: জব্বার

September 25, 2021 | 5:34 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি বছরেরর ডিসেম্বরেই দেশে ফাইভ-জি চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ১২ ডিসেম্বর বা মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরে টেলিটকের মাধ্যমে এই সেবা চালু হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ সেপ্টেম্বর) টেলিটকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘ফাইভ-জি: ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন।

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর কুমার দে। ভার্চুয়াল অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান, টেলিটকের এমডি সাহাব উদ্দীন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলালিংকের সিইও এরিক অস, রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশীদ, হুয়াওয়ের চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও ও এরিকসনের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা ফাইভ-জির সফল পরীক্ষা চালিয়ে আত্মবিশ্বাসী হয়েছি। অন্য দেশ যেখানে রোল আউটের চিন্তা করছে না, সেখানে আমরা ফাইভজি রোলআউট করে যাচ্ছি। ফাইভজির ব্যবহার করার জন্য যে ধরনের পরিবেশ তৈরির দরকার রয়েছে, সেজন্য সময় দিতে হবে। কোনো অবস্থাতেই ফাইভজিতে পিছিয়ে থাকার কথা চিন্তা করি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১২ ডিসেম্বর বা মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে টেলিটকের মাধ্যমে ফাইভজি চালু করা হবে। আমরা অনুকূল পরিবেশ হাতে নিয়ে ফাইভজি চালু করবো। ২১ সালের ভেতরে ফাইভজি স্পেকট্রম নিলামের সিদ্ধান্ত নিয়েছি।’

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘ব্যান্ডইউথ পলিসি তৈরির কাজ চলছে। ডিসেম্বরের প্রথম ড্রাফট হবে। মার্চে পলিসটি চূড়ান্ত করা হবে। তবে তার আগে সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসবো। ফাইভ জি ব্যবস্থাপনার জন্য টেলিটকের মাধ্যমে ২০২১ সালে প্রথমে ঢাকা সিটিতে ফাইভ জি চালু হবে। এরপরে অন্যান্য অপারেটরদের নিয়ে ২০২২ সালে সারাদেশে ফাইভ জি চালু হবে।’

বিটিআরসির পক্ষ থেকে আরও জানানো হয়, ফাইভ-জি চালুর সব পক্রিয়া এগিয়ে চলছে। চলতি বছরেই ঢাকা ও ঢাকার আশেপাশে টেলিটক এই সেবা চালু করবে। আর টিআরএবির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়, ফাইভ-জির জন্য আলাদা ব্রান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন