Saturday 09 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভানার মৃত্যু: মামলার প্রতিবেদন ৭ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৩

ঢাকা: ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এই আদেশ দেন।

এদিন মামলাটির এজাহার আদালতে আসে। এরপর আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ২৫ সেপ্টেম্বর রাতে ইভানার মৃত্যু ঘটনায় তার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় এই মামলা করেন।

মামলায় দুই জনকে আসামি করা হয়। এরা হলেন- মৃত ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

বিজ্ঞাপন

মামলার এজাহারে আমানুল্লাহ চৌধুরী মেয়ের মৃত্যুর জন্য ইভানার স্বামীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়াকে দায়ী করেছেন। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচিত করে এমন ওষুধ দেওয়ায় চিকিৎসককে আসামি করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর শাহবাগের পরীবাগের শ্বশুরবাড়ি থেকে ইভানার (৩২) লাশ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এআই/এমও

ইভানা লায়লা চৌধুরী ইভানার মৃত্যু মামলার প্রতিবেদন

বিজ্ঞাপন

কেনিয়ায় বাস উলটে নিহত ২৫
৯ আগস্ট ২০২৫ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর