বিজ্ঞাপন

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

September 28, 2021 | 2:38 pm

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলে ফের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একই অঞ্চলে দক্ষিণ কোরিয়ার নতুন সাবমেরিন পরীক্ষার কয়েক ঘণ্টা আগে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। তিনি জানান, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অন্য সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার পরীক্ষা সম্পর্কে মিত্র ও অংশীদারদের সঙ্গে ইতিমধ্যে পরামর্শ করছে।

মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, আমাদের মূল্যায়ন অনুযায়ী এই ঘটনাটি মার্কিন কর্মী বা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নয়। তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৫ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশ একই দিনে মিসাইল পরীক্ষা চালায়।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন