বিজ্ঞাপন

নালায় পড়ে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

September 28, 2021 | 8:35 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে করুণ মৃত্যুর শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রীর সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সাড়ে ৪টার দিকে নগরীর আগ্রাবাদে মাজার গেইটের সামনে সড়কে শতাধিক তরুণ অবস্থান নেন। এসময় সড়কের একপাশ দিয়ে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের হাতে ‘আমার বোন মরল কেনো প্রশাসন জবাব চাই’,‘আমার বোন ড্রেনে পড়ে, সিটি মেয়র কি করে’ ‘এই দায় কার’- এমন নানা শিরোনামে লেখা প্ল্যাকার্ড ছিল।

এ বিষয়ে নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘মৃত ছাত্রীর কিছু সহপাঠী এবং তাদের এলাকার তরুণরা ঘটনাস্থলে এসে মানববন্ধন করেছে। একপর্যায়ে তারা সড়কে এসে জটলা করে। তবে যানবাহন চলাচলে তেমন কোনো সমস্যা হয়নি। আধাঘণ্টা পর তারা আবার চলে যায়।’

বিজ্ঞাপন

এর আগে, সোমবার রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। বাসা নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায়। চার ঘণ্টা চেষ্টার পর রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নালা থেকে সেহেরীনের লাশ উদ্ধার করেন।

এরপর মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী দুর্ঘটনার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন