বিজ্ঞাপন

পল্লবীতে ৩ শিক্ষার্থী নিখোঁজ, পাচারের অভিযোগ পরিবারের

October 1, 2021 | 6:58 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর পল্লবী (মিরপুর-১৪) এলাকায় তিন ছাত্রী বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার থানায় অভিযোগ করেছে এক পরিবার। ওই তিন ছাত্রীকে বিদেশে পাঠানোর নাম করে কৌশলে পাচার করা হয়েছে বলে মনে করছে তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর বিষয়ে কোনো তথ্য পুলিশ জানতে পারেনি।

বিজ্ঞাপন

নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে এক জন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, এক জন পল্লবী ডিগ্রি কলেজ ও এক জন দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী। তারা তিন জনই দ্বাদশ শ্রেণিতে পড়েন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তারা বাসা থেকে বেরিয়ে আর ফেরত আসেনি।

শুক্রবার (১ অক্টোবর) পল্লবী থানায় গিয়ে ওই তিন শিক্ষার্থীর মধ্যে এক জনের মা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে— তরিকুল, রকিবুল ও জিনিয়া নামের তিন জন আমার মেয়ে ও তার দুই বান্ধবীকে কৌশলে বাসা থেকে বের করে নিয়ে যায়। তারা বিদেশে পাঠানোর প্রলোভন দেখায়। এমন প্রস্তাবে তারা প্রভাবিত হয়ে বাসা থেকে বের হয়েছে বলে মনে করছি।

অভিযোগকারী লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ছয় লাখ টাকা নিয়ে বের হয়েছেন। তার দুই বান্ধবীর মধ্যে একজন বাসা থেকে আড়াই ভরি সোনার অলংকার ও আরেকজন বাসা থেকে ৭৫ হাজার টাকা নিয়ে গেছেন। বাসা থেকে যাওয়ার পর থেকে তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষার্থীর বড় বোন শুক্রবার বিকেলে সারাবাংলাকে বলেন, ‘আমার বোন কোনো ছেলের সঙ্গে মিশত না। কিন্তু কয়েকদিন হলো তরিকুল নামে ছেলেটি আমাদের বাসার সামনে এসেছিল। গত কয়েকদিন হলো তিন বান্ধবী এবং তরিকুল, রকিবুল ও জিনিয়া সবাই কাশবনে ঘুরে এসেছে। তরিকুল ও রকিবুলের সঙ্গে জিনিয়া নামে এক মেয়ে আছে। সে টিকটক করে বেড়ায়।’

তিনি আরও বলেন, ‘গতকাল (৩০ সেপ্টেম্বর) সকালে আমার বোন ও তার দুই বান্ধবী নিখোঁজ হওয়ার পর আমরা দুপুরে তরিকুলদের বাড়ি গিয়েছিলাম। তখন তরিকুলরাও বাড়িতে ছিল না। কোথায় ছিল, সেটি কেউই বলতে পারেনি। গতকালই আমরা থানায় গিয়েছিলাম। থানা পুলিশ যদি গতকালও জিডিটা নিত, তাহলে হয়তো মেয়েদের অন্তত খুঁজে পাওয়া যেত।’

ওই শিক্ষার্থীর বোন আরও বলেন, পুলিশ আজ (শুক্রবার) অভিযোগ নেওয়ার পর তরিকুল ও রকিবুলসহ তিন জনকে আটক করেছে। তবে জিনিয়াকে পাওয়া যায়নি। তরিকুলকে যখন পাওয়া গেল তখন তার ফোনে আমরা দেখেছি যে সে বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে অনেক কথা বলেছে। পরে এসআই এলে সেগুলো ডিলিট করে দেয়।

বিজ্ঞাপন

‘আমার ছোটবোন বলত, তরিকুল একজন ভালো হ্যাকার। সে আমেরিকা চলে যাবে। তরিকুলের মায়ের নম্বর নিয়ে আমরা দেখেছি, ওই নম্বর থেকেও সে কানাডার অনেক মানুষের সঙ্গে কথা বলেছে। জিনিয়ার বাসাতেও গিয়েছিলাম। কিন্তু সে বাসায় ছিল না। কোথায় গেছে, তাও কেউ বলছে না। তার পরিবার আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দুই-তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। বলার মতো অবস্থা তৈরি হলে জানানো হবে।’

সারাবাংলা/ইউজে/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন