বিজ্ঞাপন

বাস্তুচ্যুতদের পুনর্বাসনে সব সংস্থার সমন্বয় গড়ে তুলতে হবে

October 8, 2021 | 3:07 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতদের পুনর্বাসনের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে সি-৪০ মেয়রস মাইগ্রেশন কাউন্সিলের গ্লোবাল মেয়রস টাস্কফোর্স অন ক্লাইমেট অ্যান্ড মাইগ্রেশনের দ্বিতীয় ভার্চুয়াল সভায় একথা বলেন মেয়র।

সি-৪০ এর সাউথ-ইস্ট এশিয়ার ভাইস চেয়ার এবং গ্লোবাল মেয়রস টাস্কফোর্স অন ক্লাইমেট অ্যান্ড মাইগ্রেশনের কো-লীড হিসেবে দায়িত্ব পালনকারী ডিএনসিসি মেয়র নিজের বক্তৃতায় জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতদের পুনর্বাসনের ওপর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

আতিকুল ইসলাম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয় ও কার্যকর আলোচনার মাধ্যমে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। বাস্তুচ্যুত বস্তিবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং উন্নত জীবনমান নিশ্চিত করতে পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে লস এঞ্জেলস, হিউস্টন, ব্রিস্টল, ফ্রিটাউন, ডাকার ও লিমা নগরীর মেয়ররা অংশ নেন।

সারাবাংলা/এসবি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন