মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে প্রত্যাবাসনে প্রভাব পড়বে না
৯ অক্টোবর ২০২১ ১৯:২৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৯:২৯
কক্সবাজার: রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ওপর কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শনিবার (৯ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা নেতা এবং মুহিবুল্লাহর পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। ক্যাম্পে কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়া হচ্ছে না। প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান রয়েছে। ভাসানচর প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হয়েছে।
তিনি বলেন, হত্যার ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই এ ঘটনা প্রত্যাবাসনকে ব্যাহত করতে পারবে না।
দেশীয় গণমাধ্যম ক্যাম্পে প্রবেশে কোন বিধিনিষেধ আরোপ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এমন কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, দুই দিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার (৯ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলটি মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ছাড়াও ছিলেন, পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক ফায়াজ মুর্শিদ কাজি, পররাষ্ট্র সচিবের দফতরের মহাপরিচালক মো. আলীমুজ্জামান ও সহকারী সচিব শোয়াইব-উল ইসলাম তরফদার।
সারাবাংলা/একেএম