বিজ্ঞাপন

‘বিএনপির ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজছে’

October 11, 2021 | 5:11 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির উদ্দেশে তিনি বলেছেন, আপানাদের নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজছে। একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছে। বিএনপি দলীয় জোটে দেখা দিয়েছে ভাঙনের সুর।

বিজ্ঞাপন

সোমবার (১১ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এই ইউনিট সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাদের পূর্বঘোষিত ইউনিট সম্মেলনের কার্যক্রম শুরু করল। এখন ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিটের সম্মেলন হবে।।

নেতাকর্মীদের অভয় দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভয় পাওয়ার কারণ নাই। আপনারা এগিয়ে যান। আজকে যারা সমালোচনা করছেন, তাদের অন্ধ সমালোচনা এবং অপপ্রচারের জবাব উন্নয়ন ও অর্জন দিয়ে দেব।’

বিজ্ঞাপন

বিএনপির উদ্দেশে বলেন, ‘তোমরা সমালোচনা কর, আমরা কাজ দিয়ে জবাব দেব। তোমরা সমালোচনা কর, আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করে উপযুক্ত জবাব দেব। মানুষকে খুশি করে আমরা জবাব দেব।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের দলে টেনে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। যখন দলের দুঃসময়ে আসবে, হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে তাদের খুঁজে পাওয়া যাবে না। দলের দুঃসময়ে ত্যাগী নেতারাই থাকবে, খাঁটি কর্মীরাই থাকবে। দুঃসময়ে খারাপ লোকেরা আপনার সঙ্গে থাকবে না। বিতর্কিত লোকেরা আপনার সঙ্গে থাকবে না। কাজেই কমিটি গঠনে আপনারা ডিসিপ্লিনের বিষয়টি গুরুত্ব দেবেন। ভাণো মানুষ যত আওয়ামী লীগে আসবে, আওয়ামী লীগ ততবেশি শক্তিশালী হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আজ বিএনপি আন্দোলনের ডাক দিচ্ছে। মির্জা ফখরুল প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন। অবশ্য বিএনপি আমাদের চেয়ে ছয় ঘণ্টা পিছিয়ে আছে। প্রতিদিন ছয় ঘণ্টা পিছিয়ে থাকে। কারণ আমাদের নেত্রী শেখ হাসিনা ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন, আর দুপুর বারোটার আগে বিএনপির কাউকেই খুঁজে পাওয়া যায় না। এরা অন্ধকারের পার্টি। অন্ধকারে কাজ করতে এদের ভালো লাগে। কাজেই বিএনপি যতই সমালোচনা করুক, আপনারা আপনাদের কাজ করে যান।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। বড় বড় কথা কেন বলেন? লজ্জা করে না? আপানাদের নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজছে। একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছে। বিএনপি দলীয় জোটে দেখা দিয়েছে ভাঙনের সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি কেন্দ্রীয় সম্মেলনে ঘরে বসে কমিটি করবেন। সম্মেলন নাই এই দলে। নিজের ঘরে গণতন্ত্র নাই এদের। আমাদের ঘরের একদম অন্দরমহলে গণতন্ত্র। সেটা আমরা এই ইউনিট সম্মেলনের মধ্য দিয়ে প্রমাণ করছি।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল ও মানসিক রোগে আক্রান্ত।’

জাতীয় সংগীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দ্বিতীয় অধিবেশনের সাবজেক্ট কমিটির সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থনে সরাসরি কাউন্সিলরদের ভোটে ইউনিট কমিটি গঠন করা হয়।

মোহাম্মদপুর থানার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ড সভাপতি সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সম্মেলনের প্রথম অধিবেশন পরিচালনা করেন ২৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন