বিজ্ঞাপন

লংকানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে দুবাইয়ে অনুশীলন টাইগারদের

October 11, 2021 | 7:18 pm

স্পোর্টস ডেস্ক

দুবাইয়ে একদিনের কোয়ারেনটাইন পর্ব সেরে অনুশীলনে নেমেছে বাংলাদেশে জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার (১২ অক্টোবর) প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে একদিন মাত্র অনুশীলনের সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার (১১ অক্টোবর) দুপুরে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। টাইগারদের এ অনুশীলন চলে বিকেল পর্যন্ত।

আইপিএল অধ্যায় শেষে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ফিজকে নিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে অনুশীলন শুরু করেছে মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী।

দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসানেরও। কখন যোগ দিচ্ছেন, তা এখনও জানা যায়নি। সোমবার আইপিএলের এলিমিনেটর ম্যাচেও কলকাতার জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাকে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ১৫ অক্টোবর ওমানে ফিরবে বাংলাদেশ। সেখান থেকে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে টাইগাররা। মূল পর্ব বা সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ড টপকাতে হবে বাংলাদেশকে।

বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মূল পর্বে মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন