বিজ্ঞাপন

স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন নিয়ে এখনো নির্দেশনা দেয়নি মাউশি

October 12, 2021 | 5:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি সপ্তাহের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী স্কুলগুলো প্রস্তুতিও নিতে শুরু করেছে। তবে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো লিখিতভাবে কিছু জানায়নি বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আর সে কারণে মাউশি-ও এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেয়নি এ বিষয়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ অক্টোবর) মাউশির পরিচালক (স্কুল) বেলাল হোসাইন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো আমাদেরকে লিখিত কিছু জানায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাওয়া হলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আমরা তাদের লিখিত চিঠির অপেক্ষায় রয়েছি।

আনুষ্ঠানিক নির্দেশনা না পেলেও সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করছে।

এছাড়াও শিক্ষার্থীদের সুস্থ রাখতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্তও নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চালানো হবে।

বিজ্ঞাপন

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খুরশীদ আলম আগেই জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। সারাদেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সপ্তাহেই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও জানিয়েছিলেন, শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে প্রায় ৮০০ নার্স নিয়োজিত থাকবেন। শিক্ষার্থীদের মধ্যে যাদের জন্মনিবন্ধন সনদ রয়েছে, তাদেরই ভ্যাকসিন দেওয়া হবে।

প্রাথমিকভাবে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে অধিদফতর। মহাপরিচালকের আশা, এক্ষেত্রে একসঙ্গে অনেক শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া যাবে।

বিজ্ঞাপন

প্রতীকী ছবি

সারাবাংলা/টিএস/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন