বিজ্ঞাপন

মহিলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

October 14, 2021 | 12:09 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিক্ষুদ্ধ একটি অংশ নবগঠিত কমিটি বাতিলের দাবিতে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন করেছে।

বিজ্ঞাপন

তারা নুতন কমিটি গঠনের ক্ষেত্রে অনৈতিকতা ও অগঠনতান্ত্রিক পন্থার আশ্রয় নেওয়াসহ কমিটি গঠনে কাউন্সিলরদের মতামতকে না নেওয়ার অভিযোগ আনেন। ঘোষিত নতুন কমিটিকে তারা অবৈধ বলে উল্লেখ করেন।

এর আগে, ২ অক্টোবর বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি গঠনের পর থেকেই মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়। কমিটি গঠনের ৪ দিন পরে এর বিরুদ্ধে আদালতে মামলা পর্যন্ত হয়। মামলা দায়ের করেন মহিলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কিমিটির সাধারণ সম্পাদক ও পুনরায় সাধারণ সম্পাদক প্রার্থী সুরাইয়া নিগার সুলতানা ডরথী।

বিজ্ঞাপন

বুধবার (১৩ অক্টোবর) সাতমাথায় অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়র মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, অগণতান্ত্রিকভাবে জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটিতে ছিলেন না এমন একজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বক্তারা বলেন, তারা অবৈধভাবে গঠিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন