বিজ্ঞাপন

‘আমাদের চিন্তা-চেতনায় চতুর্থ শিল্প বিপ্লব যুক্ত করতে হবে’

October 17, 2021 | 8:51 am

শেকৃবি করেসপন্ডেন্ট

ঢাকা: আধুনিকতার প্রতিযোগিতায় ব্যস্ত পৃথিবী প্রস্তুত হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের। তাই এগিয়ে থাকতে আমাদের চিন্তা চেতনায় এ শিল্প বিপ্লবকে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকায় অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার (১৬) ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় উপাচার্য এসব কথা বলেন।

ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘পৃথিবীতে চলছে শিল্প বিপ্লব। আধুনিক প্রযুক্তি ও শিল্প বিপ্লবে ক্রমে এগিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব৷ ডিজিটাল বাংলাদেশে আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লবে আমরা অনেক কিছুই নিতে পারিনি৷ আমাদের চিন্তা ও চেতনায় চতুর্থ শিল্প বিপ্লবকে যুক্ত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এর বিষয়গুলো যুক্ত করতে হবে। আমরা যা তৈরি করছি তা মানুষের সঙ্গে মেলবন্ধন করতে হবে। আমাদের উদ্ভাবিত বিষয়গুলো হতে হবে প্রায়গিক।’

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন এটুআইয়ের টেকনোলজি প্রধান মো. ফারুক আহম্মেদ জুয়েল, ন্যাশনাল কনসালটেন্ট গোলাম মোহাম্মদ ভূঁইয়া, শেকৃবির ফ্যাব ল্যাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এইচ. এম. সোলাইমান। এ সময় বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন বিষয় তুলে ধরেন। কৃষিতে বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

এ সময় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে মো. ফারুক আহমেদ জুয়েল বলেন, ‘চতুর্থ বিপ্লব শুরু হলে পরিবর্তন হয়ে যাবে আমাদের সামগ্রিক কাঠামো। আমাদের শিল্প ও কৃষিসহ প্রতিটি সেক্টরের কাঠামোয়ই পরিবর্তন হয়ে যাবে। মানব নির্ভর সব কিছুই তখন প্রযুক্তির আওতায় আসবে। এজন্য অনেক মানুষ হয়তো কর্মক্ষেত্র হারাবে। তবে সৃষ্টি হবে অনেক নতুন কর্মসংস্থানের। তবে তখন প্রযুক্তিক্ষেত্রে দক্ষ ব্যক্তিরাই এগিয়ে থাকবে। প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের চেয়ে কর্মক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের গুরুত্ব বেড়ে যাবে। বিশ্ব যেমন এগিয়ে যাবে আমাদের ও তখন হতে হবে অধিক যোগ্যতাসম্পন্ন। এছাড়া প্রযুক্তি ক্ষেত্রে দেশকে এগিয়ে যেতে হলে বিশাল বিনিয়োগের তো প্রয়োজন হবেই।’

এ অনুষ্ঠানে শেকৃবি’র প্রক্টর ড. হারুন-অর-রশিদ, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন আব্দুল লতিফ, অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. লাম ইয়া আসাদ, ফিশারিজ, একুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন ড. শাহাবুদ্দিন, আইকিউএসির পরিচালক ড. আসাদুজ্জামান খানসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন