বিজ্ঞাপন

বছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপিতে বড় ধাক্কা

October 18, 2021 | 6:02 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিদ্যুৎ সংকটে চীনের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর ধাক্কা লেগেছে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৪.৯ শতাংশ। সোমবার চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এর আগে এপ্রিল-মে-জুন এই তিন মাসে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৭.৯ শতাংশ। পরের তিন মাস অর্থাৎ জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে ৫ শতাংশের নিচে নেমে গেছে প্রবৃদ্ধি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশটিতে কয়লার দর বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে যে সংকট সৃষ্টি হয়েছে তারই প্রভাব পড়েছে উৎপাদনে।

সোমবার পরিসংখ্যান প্রকাশ করে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্টাটিসটিকসের মুখপাত্র ফু লিংগুই বলেন, অর্থনীতিকে মসৃণভাবে পরিচালনা করার চ্যালেঞ্জ বেড়ে গেছে। করোনা মহামারির পর অর্থনীতি পুনরুদ্ধারের গতি সমান নয়।

উল্লেখ্য যে, করোনাভাইরাস মহামারিতে বিশ্বের শীর্ষ সকল অর্থনীতি মন্দার কবলে পড়লেও চীন সে অর্থে কোনো সংকটে পড়েনি। মহামারি পরিবর্তীতে চীন দ্রুতই আগের অবস্থায় ফিরে যেতে থাকে। তবে দেশটিতে কয়লার বাজারের অস্থিরতা বিদ্যুৎ সংকট তৈরি করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন