বিজ্ঞাপন

‘দৃঢ়চিত্ত শেখ রাসেল হতে পারতো শিশুদের স্বাভাবিক বৃদ্ধির পথিকৃৎ’

October 18, 2021 | 7:38 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দৃঢ়চিত্ত শেখ রাসেল হতে পারতো শিশুদের স্বাভাবিক বৃদ্ধির পথিকৃৎ। সে সবসময় বঙ্গবন্ধুকে অনুসরণ-অনুকরণ করতো। বেঁচে থাকলে হয়তো আমরা একজন অনুকরণীয় নেতা পেতাম।

বিজ্ঞাপন

সোমবার (১৮ অক্টোবর) পেট্টোবাংলায় ‘শেখ রাসেল দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘ঘাতকরা ১০ বছরের এই শিশুকেও নিস্তার দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই কুচক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। একইসঙ্গে হত্যা করে বাংলাদেশের উন্নয়নের ধারা। স্তব্ধ করে দেয় মানবতা। বিচারের পথও করেছিল রুদ্ধ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও সময়োচিত সিদ্ধান্ত বাংলাদেশেকে সমৃদ্ধ করেছে। এতে বহির্বিশ্বে আমাদের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারাবিশ্বে জ্বালানি খাতের যে উত্তাল অবস্থা তা মোকাবিলায় বাস্তব সম্মত পদক্ষেপ এখনই নিতে হবে। দেশজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে গতি আনা অপরিহার্য।’

‘শেখ রাসেল, দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে ‘শেখ রাসেল দিবস-২০২১’ উদযাপন করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ ও পেট্টোবাংলার চেয়ারম্যান এ ব এম আবদুল ফাত্তাহ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন