বিজ্ঞাপন

তামিম বিশ্বকাপ খেলবে না— আগেই জানতেন পাপন

October 18, 2021 | 11:15 pm

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা বাজে হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ১৪১ রানের টার্গেট পেরোতে পারেনি টাইগাররা। লক্ষ্যটা লাগামছাড়া না হলেও এই রান পেরোতে যে সূচনা প্রয়োজন ছিল, তা এনে দিতে পারেননি লিটন দাস-সৌম সরকাররের ওপেনিং জুটি। আর সেখানেই বিশ্বকাপ স্কোয়াড থেকে সরে দাঁড়ানো তামিম ইকবালকে মিস করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার দৃষ্টিতে তামিমই এখনো দেশের সেরা ওপেনার। তবে একইসঙ্গে তিনি এ-ও জানিয়েছেন— তামিম যে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবেন, সেটি তিনি আগে থেকেই জানতেন।

বিজ্ঞাপন

সোমবার (১৮ অক্টোবর) টাইগার কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিসিবি সভাপতি। পরে ওমানের মাস্কাটে হোটেলের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘একটা জিনিস আপনাদের বলতে পারি— তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি।’

তামিমকেই এখনো দেশসেরা ওপেনিং ব্যাটার মনে করেন বিসিবি সভাপতি। সেটিও তিনি সাংবাদিকদের সোজাসাপ্টাই বলে দিলেন। কে কী মনে করল, এ ক্ষেত্রে সেগুলোকে আমলে আনতে নারাজ তিনি।

আরও পড়ুন- ৩ সিনিয়রের ব্যাটিংয়েই ম্যাচ হেরেছি: পাপন

নাজমুল হাসান পাপন বলেন, একটি কথা বলে দিচ্ছি— যত ওপেনারই খেলুক না কেন, তামিমের চেয়ে ভালো ওপেনার একজনও নেই। কে কী মনে করল, কিছুই যায় আসে না। সেটি আমার জানারও দরকার নেই। আমি আমার ব্যক্তিগত মতামত বলে রাখি— তামিম ইজ দ্য বেস্ট ওপেনার। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

বিজ্ঞাপন

তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা টাইগার ভক্তদের বিস্মিত করেছিল। ওমানে দাঁড়িয়ে বিসিবি বস বলছেন, আরও একজন ক্রিকেটারও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবেন বলে তিনি জানতেন। পাপন বলেন, ‘এমনকি আমি ভেবেছিলাম, আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু সে এখন খেলছে।’

সারাবাংলায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সব খবর

জাতীয় দলে খেলা বা না খেলার মতো বিষয়গুলোর সঙ্গে অভিমান-আবেগকে মেশানো বিপক্ষে নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমার কথা— এগুলা মনের মধ্যে রাখার কিছু নেই। কেউ খেললে খেলবে, না খেললে খেলবে না। সোজা বলে দেবে। কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলব না, এটি আমার কাছে গ্রহণযোগ্য না।’

‘কার সঙ্গে অভিমান? দেশের সঙ্গে?’— এমন প্রশ্ন রেখে পাপন বলেন, ‘এ দেশেই তো থাকছে সে। তাই এ ধরনের ইমোশনের কোনো জায়গা আমার কাছে নেই।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিশ্বকাপের প্রথম ম্যাচের ‘পোস্টমর্টেম’ও করেছেন পাপন। তার দৃষ্টিতে ব্যাটিং অর্ডারে ৩, ৪ ও ৫ নম্বরে নামা তিন সিনিয়র ক্রিকেটারের (সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ) ব্যাটিং অ্যাপ্রোচের কারণেই বাংলাদেশ হেরে গেছে। ব্যাটিং অর্ডার স্থির রাখার বদলে বরং পরিস্থিতি বুঝে ব্যাটার নামানো উচিত ছিল বলে মনে করছেন তিনি।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন www.rabbitholebd.com/

সারাবাংলা/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন