বিজ্ঞাপন

নেপালে ভারী বৃষ্টিপাতে বন্যা-ভূমিধস, নিহত কমপক্ষে ৪৩

October 20, 2021 | 8:10 pm

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে তিন দিনের অবিরাম ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। বুধবার (২০ অক্টোবর) নেপাল পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুনওয়ার বলেন, পাহাড়ী ঢলে ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমের দুটি গ্রাম অবিরাম বৃষ্টিপাতে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের স্থানীয় টেলিভিশনে প্রচার হওয়া ফুটেজে দেখা যায়, পাহাড় থেকে নেমে আসা ঢলে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েচ্ছে। বহু ছোট ছট সেতু, রাস্তা ও বাড়ি বন্যা ভেসে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। ফলে অতিভারী বৃষ্টিপাতে সৃষ্ট দুর্যোগ এখনই শেষ হচ্ছে না।

বিজ্ঞাপন

নেপালের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কিছু দিন পূর্বাঞ্চলের পাহাড়ী এলাকায় ভারী বৃষ্টিপাত ও হালকা থেকে মধ্য তোষারপাত হতে পারে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন