বিজ্ঞাপন

ফ্রান্সে ৩৮ লাখ মানুষকে মুদ্রাস্ফীতি ভাতা দেবে সরকার

October 22, 2021 | 5:12 pm

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের ৩৮ লাখ মানুষকে ১০০ ইউরো হারে মুদ্রাস্ফীতি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে যাদের মাসিক আয় ২ হাজার ইউরো বা তার কম তাদের এ ভাতা দেওয়া হবে। ফ্রান্সে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে চলতি মুদ্রাস্ফীতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহায়তা দিতে এ উদ্যোগ।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, দেশটির ৩৮ লাখ মানুষ ডিসেম্বর থেকে ভাতা পাবেন। প্রথম দফায় বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা এ ভাতা পাবেন। ২০২২ সালের শুরুতেই এ ভাতা পাবেন সেদেশের সরকারি চাকরিজীবী, শিক্ষার্থী ও পেনশনপ্রাপ্তরা।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন ক্যাস্টেক্স জানিয়েছেন, এ ভাতা হবে করমুক্ত। এতে সরকারের মোট ৩৮০ কোটি ইউরো ব্যয় হবে।

ইউরোপে ব্যাপক জ্বালানি সংকটে নজিরবিহীন দর বৃদ্ধি হয়েছে। এতে ইউরোপের দেশগুলোর সার্বিক মুদ্রাস্ফীতির ব্যাপক উল্লম্ফন ঘটেছে। ফলে মানুষের দৈনন্দিন ব্যয় বেড়ে গেছে। নিম্ন বা মধ্যম আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাপনে এর প্রভাব পড়ছে। আর এতে ইউরোপের দেশগুলোতে ব্যবসায় মন্দা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গোটা পরিস্থিতি সামাল দিতে ফ্রান্স এ মুদ্রাস্ফীতি ভাতার উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন