বিজ্ঞাপন

ইসলামী বক্তা আব্দুর রহিমের স্বীকারোক্তি

October 24, 2021 | 7:41 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ওয়াজ মাহফিলে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার ইসলামী বক্তা আব্দুর রহিম বিপ্লবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শারদীয় দুর্গোৎসব চলাকালে কুমিল্লার নানুয়ারদীঘির পাড় এলাকার মণ্ডপে প্রতিমা ভাঙচুরের পর ঢাকার একটি মাহফিলে তিনি এ বক্তব্য দিয়েছিলেন।

বিজ্ঞাপন

রোববার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দু’দিনের রিমান্ড শেষে আব্দুর রহিমকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই তরিকুল ইসলাম। আব্দুর রহিম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

গত ২১ অক্টোবর সকাল সোয়া ৭টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া (আমিনপাড়া) জামে মসজিদের সামনে থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করে সিআইডি সদস্যরা। পরে তার বিরুদ্ধে এসআই প্রদীপ কুমার দাস পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন