বিজ্ঞাপন

প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে টাকা আদায়, আটক ১

April 6, 2018 | 4:40 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে মো. এহসানুল কবির না‌মে একজন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব-৩। বৃহস্প‌তিবার রাজধানীর শাহজাহানপুর এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প‌রিচালক কমান্ডার মুফ‌তি মাহমুদ খান সারাবাংলাকে জানান, গ্রেফতার এহসানুল টাকার বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখাত।

‌সে দীর্ঘ‌দিন ধ‌রে বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁসের না‌মে শিক্ষার্থী‌দের কাছ থে‌কে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত। ৩০টির বে‌শি সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রু‌পের অ্যাডমিনদের স‌ঙ্গে যোগা‌যোগ ক‌রে ভুয়া প্রশ্নপত্র বি‌ক্রির জন্য প্রচারণা চালাত।

‌তি‌নি আরও জানান, তার মোব‌ইলে ওয়াট্স্অ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা হাজারের উপরে। নামে বেনামে তার ফেসবুকে এবং ওয়াাটস্অ্যাপে অনেক গ্রুপ র‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

পোষ্টগুলোতে লেখা- ‘সবাইকে প্রশ্ন দেব, তবে আসল ছাত্র হতে হবে। আগে প্রশ্ন, পরে টাকা, প্রশ্ন আউট হওয়া মাত্রই আমি তোমাদের দিয়ে দেব’ ইত্যাদি।

প্রতারক এহসানুলের বিরুদ্ধে আইনানুগ‌ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র‌্যাব।

সারাবাংলা/এসআর/আইএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন