October 25, 2021 | 1:44 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
জয়পুরহাট: শফিকুল ইসলাম নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার দোগাছি শিমুলতলী এলাকার পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ খবর নিশ্চিত করেছেন। নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার খাসপাহানন্দা গ্রামের নিলু ফকিরের ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, গতকাল রোববার সকালে অটোরিকশা নিয়ে বের হন শফিকুল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে সোমবার সকালে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের শিমুলতলী এলাকায় ধানক্ষেতে একটি গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সারাবাংলা/এএম