বিজ্ঞাপন

১ লাখ কোটি ডলারের কোম্পানি টেসলা

October 26, 2021 | 3:40 pm

আন্তর্জাতিক ডেস্ক

১ লাখ কোটি ডলারের (১ ট্রিলিয়ন) ক্লাবে প্রবেশ করল মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সোমবার (২৫ অক্টোবর) টেসলার শেয়ার দর ১২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এলিট এ ক্লাবে প্রবেশ করে এলন মাস্কের কোম্পানি। এদিন টেসলার প্রতিটি শেয়ারের মূল্য বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৫ ডলারে। ষষ্ঠ কোনো কোম্পানি হিসেবে ১ লাখ কোটি ডলার স্পর্শ করেছে টেসলা।

বিজ্ঞাপন

মূলত দুটি খবরের প্রতিক্রিয়ায় এদিন টেসলার শেয়ার দর বেড়েছে। বিখ্যাত মার্কিন গাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান হার্টজ এক ঘোষণায় জানায়, তাদের বহরে টেসলার ১ লাখ কার যুক্ত করা হবে। এছাড়া মার্কিন বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলির গাড়ি বিশ্লেষক অ্যাডাম জোনাস টেসলার প্রতিটি শেয়ারের মূল্য ১২০০ ডলার মূল্যায়ন করেছেন। এ দুটি খবরের সরাসরি প্রভাব পড়েছে টেসলার শেয়ারে। আর এতেই কোম্পানিটি ১ লাখ কোটি ডলারের ক্লাবে প্রবেশ করে।

২০১০ সালে প্রাথমিক শেয়ার ছাড়ার পর মাত্র ১২ বছরেরও কম সময়ে শেয়ারবাজারে ১ ট্রিলিয়ন ডলার স্পর্শ করল টেসলা। এর চেয়ে কম সময়ে ১ ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছে কেবল ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটির জন্য এ ক্লাবে পৌঁছাতে সময় লাগে মাত্র ৯ বছর।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন