বিজ্ঞাপন

সাইফউদ্দিনের জায়গায় একাদশে শরিফুল

October 27, 2021 | 3:40 pm

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (২৭ অক্টোবর) বিকেল চারটায়। শ্রীলংকার বিপক্ষে একাদশে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।

বিজ্ঞাপন

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানা যায় পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার জায়গায় দলে ডাক পেয়েছেন রুবেল হোসেন।

প্রথম রাউন্ডে স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনির সঙ্গে গ্রুপ-বি’তে ছিল বাংলাদেশ। সেখান থেকে রানারআপ হয়ে সুপার টুয়েলভের গ্রুপ-১ এ জায়গা করে নিয়েছে টাইগাররা। মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে বসে টিম বাংলাদেশ। অন্যদিকে মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে শুভ সূচনা করে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার, দাভিদ মালান, জনি বেয়ারেস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), মইন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ এবং টাইমাল মিলস।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন