বিজ্ঞাপন

আফ্রিকান ইউনিয়নে সুদানের কার্যক্রম স্থগিত

October 27, 2021 | 6:53 pm

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকান ইউনিয়নে সুদানের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করায় এমন সিদ্ধান্ত নিলো আফ্রিকান ইউনিয়ন।

বিজ্ঞাপন

আফ্রিকার ৫৫টি দেশ নিয়ে গঠিত সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সুদানকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় কার্যকর না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

সোমবার (২৫ অক্টোবর) সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে আটক করে সেনাবাহিনী। একই সঙ্গে সরকারের আরও চার মন্ত্রী এবং সরকার সমর্থিত কয়েকজন শীর্ষ রাজনীতিবিদকেও আটক করা হয়। পরে দেশটির সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী।

বুধবার সুদান সামরিক বাহিনী জানায়, নিরাপত্তার স্বার্থেই প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে আটক করা হয়েছি। তবে পরে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। নিজ বাসভবনে তিনি গৃহবন্দী রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন