বিজ্ঞাপন

এমপি’র বাড়ির প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ ডিএসসিসির বিরুদ্ধে

October 27, 2021 | 10:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ধানমন্ডির বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এমপি মনোয়ারের অভিযোগ, কোনো নোটিশ না দিয়ে অবৈধভাবে ডিএসসিসি কর্মকর্তারা এই সীমানা প্রাচীর ভেঙে দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৭ অক্টোবর) ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এই সীমানা প্রাচীর ভাঙা হয়।

এমপি মনোয়ার হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘১৯৫৮ সালে জমিটি তার শাশুড়ির নামে গৃহায়ন ও গণপূর্ত অধিদফতর থেকে বরাদ্দ নেওয়া হয়। তারপর থেকে দীর্ঘ ৬০ বছর এই সীমানা প্রাচীর রয়েছে। ২০ বছর আগে সিটি করপোরেশন লেকের ধারে নির্মাণের সময়ও সীমানাপ্রাচীরটি অক্ষত ছিল। প্রায় ২০ বছর ধরে বাড়ির প্রাচীর গিরে গাছপালা ছিল, তাও কেটে দিয়েছে। সিটি করপোরেশন কোনো প্রকার নোটিশ না দিয়ে অবৈধভাবে সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে।’

বিজ্ঞাপন

এমপি বলেন, ‘গণপূর্ত অধিদফর বরাদ্দ দেওয়া জমি সিটি করপোরেশন দখলে নিতে পারে না। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতর এবং সিটি করপোরেশনের কাছেও চিঠি দেওয়া হয়েছে । তারপরও তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে। এ বাড়ির প্রাচীর ভাঙতে হলে গৃহায়ণ ও গণপূর্ত অধিদফর থেকে চিঠি নিতে হবে এবং তারা আমাকে অবহিত করবেন। এ ছাড়া এই বাড়ির প্রচীর ভাঙা অবৈধ। আমি মনে করি এই বাড়ি অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতর দেওয়া সম্পত্তি সিটি করপোরেশন কোনোমতেই ভাঙতে পারে না।’

এই বিষয়ে আইনিভাবে লড়বেন বলেও জানিয়েছেন তিনি।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘এই বিষয়ে ভালো বলতে পারবে প্রধান সম্পত্তি কর্মকর্তা। আমি জানি না। কারণ আমি এমপির সঙ্গে বাসার ভেতরে গিয়ে কথা বলিনি। তার সঙ্গে কথা বলেছিলেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রপা।’

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন