বিজ্ঞাপন

রোশান-শিবাকে নিয়ে শুরু হলো ‘জামদানি’

October 28, 2021 | 8:03 pm

আহমেদ জামান শিমুল

তরুণ নির্মাতা অনিরুদ্ধ রাসেল নির্মাণ করছেন ‘জামদানি’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক রোশান ও শিবা আলী খান। তাদেরকে দুইজনকে নিয়ে ছবিটির শুটিং শুরু করেছেন রাসেল। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে শুটিং চলছে ডেমরার জামদানি পল্লীতে।

বিজ্ঞাপন

রাসেল সারাবাংলাকে বলেন, ‘আমরা জামদানি পল্লীতে শুটিং শেষ করে গাজীপুরে শুটিং করবো। আমাদের ইচ্ছে আছে এক বারে কাজ শেষ করার।’

রোশান ও শিবা ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও আলী রাজ।

বাংলাদেশের অন্যতম ঐতিহ্য জামদানী শাড়ি। এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃত। অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ‘জামদানী’র গল্পও দেশীয় এ ঐতিহ্য নিয়ে। এ ছবির জন্য এর প্রযোজক মো: জানে আলম ২০২০-২১অর্থ বছরে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন।

বিজ্ঞাপন

ছবির গল্প সম্পর্কে অনিরুদ্ধ রাসেল বলেন, ‘জামদানী পল্লীর একজন তরুণের গল্প বলবো আমরা। যে কিনা স্বপ্ন দেখে তার পল্লীতে একদিন বড় শিল্প প্রতিষ্ঠিত হবে। ইপিজেড হবে। তার পল্লীর মানুষদের ভাগ্য ফিরবে।’

ছবিটির চিত্রনাট্য করার জন্য চিত্রনাট্যকারসহ পরিচালক ঢাকার অদূরে অবস্থিত জামদানি পল্লীতে গিয়েছেন বলে জানালেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন