বিজ্ঞাপন

পরিবেশ পুনরুদ্ধারে ২ বিলিয়ন ডলার দেবেন অ্যামাজন প্রতিষ্ঠাতা

November 2, 2021 | 10:07 pm

পরিবেশ ও জলবায়ু ডেস্ক

বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার প্রতিষ্ঠিত আর্থ ফান্ডের মাধ্যমে প্রাকৃতিক ল্যান্ডস্কেপ ফিরিয়ে আনা এবং খাদ্য শৃঙ্খল পুনরুদ্ধারের জন্য দুই বিলিয়ন মার্কিন ডলার খরচ করার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৬) অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।

সম্মেলনে বেজোস বলেন, তিনি মহাকাশ থেকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের অবস্থা খুব নাজুক দেখেছেন।

এমন এক সময় জেফ বেজোস প্রকৃতি পুনরুদ্ধারে তার এই উদ্যোগের কথা জানালেন যখন তিনিসহ শীর্ষ ধনকুবেরদের বিরুদ্ধে পৃথিবীর প্রয়োজনে কাজ না করে অনর্থক বিলাসিতার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এমনকি বেজোসের প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে পরিবেশ নীতিমালা না মানার অভিযোগ তুলেছেন সেখানকার কর্মীদের একাংশ।

বেজোস বলেন, পৃথিবীর অনেক অঞ্চলই এখন এক একটি কার্বনের বড় উৎসে পরিণত হয়েছে।

এদিকে, বেজোস আর্থ ফান্ড জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন