বিজ্ঞাপন

খাগড়াছড়িতে পরিবহন ভাড়া বাড়ায় ভোগান্তিতে পর্যটকরা

November 6, 2021 | 9:31 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খাগড়াছড়ি: দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো সরকারি সিদ্ধান্ত ছাড়াই খাগড়াছড়িতে যানবাহনের ভাড়া বাড়ানো হয়েছে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) থেকে সেই ভাড়া কার্যকর হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রাসহ জেলায় বেড়াতে আসা পর্যটকরা।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি পার্বত্য যানবাহন মালিক সমিতি এবং জিপ মালিক সমিতির নেতারা গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে যৌথসভা করে ভাড়া বৃদ্ধির এই ঘোষণা দেন। পার্বত্য যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশলয় তালুকদার এবং জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

পরিবহন নেতাদের ঘোষণা মতে, এখন হতে খাগড়াছড়ি হতে সাজেকে পিকআপ বা জিপ ভাড়া করে দিনে গিয়ে দিনে ফিরে আসলে পূর্বের ৫ হাজার টাকার স্থলে এখন গুনতে হবে ৬ হাজার টাকা, সাজেকে এক রাত থাকলে গুনতে হবে ৮ হাজার ৩০০ টাকা, যা পূর্বে ছিল ৭ হাজার সাতশ টাকা। আর দুই রাত্রী যাপন করলে ১১ হাজার ১০০ টাকা লাগবে, যা পূর্বে ছিল সাড়ে ১০ হাজার টাকা। সাজেকে এক রাতসহ খাগড়াছড়ির আলুটিলা, ঝুলন্ত ব্রিজ এলাকায় ঘুরলে আগে ৯ হাজার ৭০০ টাকা ব্যয় হতো। এখন ভাড়া বাড়ায় দিতে হবে ১০ হাজার ৪০০ টাকা এবং যেকোনো স্থানে রিজার্ভ ভাড়ায় গেলে পূর্বের ভাড়ার চেয়ে ৫০০ টাকা বেশি যোগ করতে হবে।

বৃদ্ধিকৃত ভাড়ার তালিকা, ছবি: সংগৃহীত

বৃদ্ধিকৃত ভাড়ার তালিকা, ছবি: সংগৃহীত

স্থানীয় টুটুল ত্রিপুরা জানান, এমনিতেই খাগড়াছড়ি হতে সাজেকের ভাড়া বেশি ছিল। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে আরও ভাড়া বেড়েছে। পর্যটকেরা এই ভাড়া দিয়ে সিকিম ঘুরে আসতে পারে। এক্ষেত্রে ভাড়া আরও কমানো দরকার।

বিজ্ঞাপন

শ্রাবনী শীল পিকু বলেন, ‘তেলের দাম বাড়ার ঘোষণার পর সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। সরকার ভাড়া বাড়ানোর ঘোষণা না দিলেও কিন্তু খাগড়াছড়ির পরিবহন মালিকেরা ভাড়া বাড়িয়েছে। মালিকদের এমন স্বেচ্ছাচারিতা কারণে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে।’

ঢাকা হতে আসা পর্যটক শিউলি শবনম জানান, ‘সকালে গাড়ি ভাড়া করতে গিয়ে মাথায় হাত। যে টাকা নিয়ে এসেছি তা দিয়ে সাজেকে একরাত থেকেই ঢাকা ফিরতে হবে। আর কোথাও বেড়ানো যাবে না।’

ফেনী হতে আসা শাফায়েত হোসেন বলেন, ‘খাগড়াছড়িতে পরিবহন খাত সিন্ডিকেটের দখলে চলে গেছে। এই যন্ত্রণা থেকে পরিত্রাণ না পেলে কেউ খাগড়াছড়িতে বেড়াতে আসবে না।’

বিজ্ঞাপন

পার্বত্য যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশলয় তালুকদার এবং জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ জানান, জ্বালানি তেলের দাম বাড়লেই ভাড়া বাড়বে। কেউ লোকসান দিয়ে গাড়ি চালাবে না। স্থানীয় বা বেড়াতে আসা পর্যটকদের এসব চিন্তা করেই এখানে আসতে হবে।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ভাড়া সরকারিভাবে বাড়ানো হয়নি বা বিআরটিএ’র সভা হতেও বাড়ানো হয়নি। বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন