বিজ্ঞাপন

ইংল্যান্ড-নিউজিল্যান্ড: প্রথম সেমিতে নজরে থাকবেন যারা—

November 10, 2021 | 1:44 pm

স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ইংলিশ ব্যাটার জস বাটলার। উইকেটে টিকে থাকলে একাই যেকোনো দলের বোলিং ইউনিটকে ধসিয়ে দিতে সক্ষম। অন্যদিকে ট্রেন্ট বোল্ট বল হাতে নিউজিল্যান্ডকে এনে দিচ্ছেন শুরুর দিকের উইকেট। প্রথম সেমিফাইনালে তাই দেখা মিলবে এই দুইয়ের লড়াই। বাটলারের লক্ষ্য থাকবে বোল্টকে দেখে শুনে খেলা আর বোল্টের লক্ষ্য বাটলারকে যতদ্রুত সম্ভব ফেরানো।

বিজ্ঞাপন

ইংলিশদের আধিপত্য নাকি ভাগ্য বদলাবে কিউইদের?

এক নজরে দেখে নেওয়া যাক প্রথম সেমিফাইনালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বিশেষ নজরে কারা থাকবেন—

জস বাটলার:

সুপার টুয়েলভে একটি শতকের সঙ্গে পাঁচ ম্যাচে বাটলারের নামের পাশে রান সংখ্যা ২৪০। ব্যাট করেছেন ১২০ গড়ে আর স্ট্রাইক রেট ১৫৫.৮৪। গোটা টুর্নামেন্ট জুড়ে হাঁকিয়েছেন ১৩টি ছক্কাও। এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি

বিজ্ঞাপন

ক্রিস জর্ডান:

পাঁচ ম্যাচে ৬ উইকেট। ইংলিশ পেসারকে উইকেটসংখ্যায় বিচার করলে ভুল হবে। টি-টোয়েন্টিতে উইকেট নেওয়াটাই তো সব নয়। শেষের ওভারগুলোয় জর্ডানের ইয়র্কার কতটা ভয়ংকর, সেটি টের পেয়েছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন জর্ডান। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮তম ওভারে ৪ রান দিয়ে জর্ডান নেন ১ উইকেট।

মঈন আলী:

বিজ্ঞাপন

পাওয়ার প্লে’তে বল হাতে ইয়ন মরগানের বিশ্বাস কুড়িয়েছেন মঈন আলী। দিয়েছেন অধিনায়কের বিশ্বাসের প্রতিদানও। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই উইকেট তুলে নিয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছেন বল হাতে।  সব মিলিয়ে বিশ্বকাপটা বেশ দারুণ কাটছে মঈন আলীর। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দেখা যায়নি তাকে, আর ব্যাট হাতেও মাঠে নামার আগেই দল তুলে নেয় জয়। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ১৪ ওভার বল করে একটি মেইডেন দিয়েছেন তিনি। নামের পাশে আছে ৭টি উইকেট। যদিও ব্যাট হাতে রান করেছেন মাত্র ৩৮। কেননা বাকি তিন ম্যাচে ব্যাট হাতেই নামতে হয়নি মঈন আলীকে।

কিউইদের বিপক্ষে তাই বড় অস্ত্র হতে পারেন এই ইংলিশ অলরাউন্ডার। পাওয়ার প্লে’তে মার্টিন গাপটিল কিংবা ড্রায়িল মিচেলের উইকেট তুলে নিয়ে ইংলিশদের এগিয়ে নিতে পারেন এই স্পিনিং অলরাউন্ডার।

পিছিয়ে নেই নিউজিল্যান্ডও। একক পারফরম্যান্সের চেয়ে কিউইরা নির্ভর করে আছে দলীয় পারফরম্যান্সের ওপর। তবে উদ্বোধনী ব্যাটার মার্টিন গাপটিল কিংবা ড্রায়িল মিচেল যেকোনো সময় জ্বলে উঠতে পারেন বিধ্বংসী ব্যাটিং দিয়ে। আর বল হাতে আগুন ঝরাচ্ছেন ট্রেন্ট বোল্টরা। দেখে নেওয়া যাক কিউইদের সেরা পারফরময়ারদের এক নজরে—

মার্টিন গাপটিল:

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে স্কটল্যান্ড ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে এখনো জ্বলে উঠতে পারেননি মার্টিন গাপটিল। তবে নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যানের সামর্থ্য নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। নিজের দিনে কী করতে পারেন, সেটি বারবারই দেখিয়েছেন কিউই ব্যাটসম্যান। এই বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়া গাপটিল আটটি ছক্কা মেরেছেন এবার, যার সাতটিই অবশ্য স্কটিশদের বিপক্ষে ৫৬ বলে ৯৩ রান করার পথে।

ট্রেন্ট বোল্ট:

এবার ৫ ম্যাচ খেলেই ১১ উইকেট পেয়ে গেছেন কিউই পেসার। প্রতিপক্ষকে সুইংয়ে জেরবার করে প্রতি ম্যাচেই উইকেট নেওয়া বোল্টের ওভারে রান নেওয়াই মুশকিল ব্যাটসম্যানদের। ৫.৮৪—বোঝার সাধ্যি কার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টের ইকোনমি এটি। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন বোল্ট। ইংলিশদের আজ সাবধানেই সামলাতে হবে তাকে।

কেন উইলিয়ামসন:

অধিনায়ক কেন উইলিয়ামসন কিউইদের ব্যাটিং স্তম্ভ। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে তার জুড়ি মেলা ভার। এবারের বিশ্বকাপে যদিও বিস্ফোরক ব্যাটিং করতে তাকে দেখা যায়নি। তবে দলের প্রয়োজন অনুযায়ী পারফর্ম করেছেন যখন যেখানে যেমন প্রয়োজন ঠিক সেভাবে। পাকিস্তানের বিপক্ষে ২৬ বলে ২৫ রান করে রানআউট হয়ে ফেরেন উইলিয়ামসন। এরপর ভারতের বিপক্ষে ৩১ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন। নামিবিয়ার বিপক্ষে ২৫ বলে ২৮ ইনিংস খেলেন। এবারের টুর্নামেন্টে স্কটল্যান্ডের বিপক্ষেই কেবল রান শূন্য অবস্থায় ফিরতে হয়েছে তাকে। এছাড়া শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

অর্থাৎ দলের প্রয়োজন বুঝেই ব্যাট চালাতে দেখা গেছে কিউই অধিনায়ককে। ইংলিশদের বিপক্ষে তাই তিনিও হয়ে উঠতে পারেন সবচেয়ে বিপজ্জনক ব্যাটার। ক্রিস জর্ডান, ক্রিস ওকস এবং মঈন আলীদের নজরে তাই থাকবে উইলিয়ামসনের উইকেটটিও।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন— https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন