বিজ্ঞাপন

শ্রীনগরের ১৪ ইউপিতে ৫টিতে আ.লীগ, ৯টিতে স্বতন্ত্র জয়ী

November 11, 2021 | 9:48 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মুন্সীগঞ্জ: দশম ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। অপরদিকে নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শ্রীনগর উপজেলা নির্বাচন রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ষোলঘর ইউনিয়নে মো. আজিজুল ইসলাম, পাঠাভোগ ইউনিয়নে হামিদুল্লাহ খান মুন, রাঢ়িখাল ইউনিয়নে আ. বারেক খান বারী, ভাগ্যকুল ইউনিয়নে মনোয়ার হোসেন শাহাদাত, বাড়ৈখালি ইউনিয়নের হাজী মোহাম্মদ ফারুক হোসেন।

অপরদিকে, স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান হলেন- হাসারা ইউনিয়নের সোলায়মান খানঁ, শ্রীনগর ইউনিয়নের তাজুল ইসলাম, তন্তর ইউনিয়নের আলী আকবর, কোলাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম বাবু, আটপাড়া ইউনিয়নের ফজলুর রহমান, শ্যামশিদ্ধি ইউনিয়নের নাজির হোসেন, বীরতারা ইউনিয়নের শহিদুল ইসলাম ঝিলু, বাঘরা ইউনিয়নের আবু আল নাসের তানজিল, কুকুটিয়া ইউনিয়নের বাবুল হোসেন বাবু।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন