বিজ্ঞাপন

বাচ্চা দিয়েছে মেছোবাঘ

November 21, 2021 | 8:56 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি বাচ্চা প্রসব করেছে মা মেছোবাঘ। এ নিয়ে মেছোবাঘটি চতুর্থবারের মতো বাচ্চা প্রসব করেছে। এতে করে মেছোবাঘটি এখন পর্যন্ত ৬টি বাচ্চার জন্ম দিল।

বিজ্ঞাপন

উপজেলায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় গতকাল শনিবার (২০ নভেম্বর) দুপুরে এই বাচ্চাটির জন্ম দেয় মেছোবাঘটি। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে স্বপন দেব সজল সারাবাংলাকে জানান, মা মেছোবাঘ ও তার বাচ্চাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বাচ্চাটি বড় হলে বন বিভাগের তত্ত্বাবধানে লাউয়াছড়া কিংবা চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেওয়া হবে ।

তিনি আরও জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে অজগর, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্রা হরিণ, সোনালি বিড়াল, কালেম পাখি, বন মোরগসহ বিভিন্ন বন্যপ্রাণী স্বাভাবিক প্রজননের মাধ্যমে বংশবিস্তার করে আসছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন