বিজ্ঞাপন

রংপুর-রাজশাহী-খুলনা-বরিশালে আ.লীগের মনোনয়ন পেলেন যারা [তালিকা]

November 21, 2021 | 4:59 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশব্যাপী অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চতুর্থ ধাপে এসব ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। একই দিন অনুষ্ঠেয় তিনটি পৌরসভা নির্বাচনেও মেয়র পদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

পরে আজ রোববার (২১ নভেম্বর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মনোনীত প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।

আরও পড়ুন- ৪র্থ ধাপে ভোট যে ৮৪০ ইউপিতে [তালিকা]

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবারের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদগুলোকে অনুষ্ঠেয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ।

এছাড়া রাজশাহী বিভাগের আটঘরিয়া জেলার আটঘরিয়া পৌরসভায় মো. শহিদুল ইসলাম রতন, ঢাকা বিভাগের নরসিংদীর রায়পুরা পৌরসভায় মোহাম্মদ মাহবুব আলম শাহীন এবং চট্টগ্রাম বিভাগের টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভায় মোহাম্মদ ইসলামকে নৌকা প্রতীকে মেয়র পদে দলী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

পৌরসভা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন