বিজ্ঞাপন

ভয় পাইয়ে দিয়েছিলেন তাসকিন

November 22, 2021 | 5:06 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজেও ধুঁকছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হেরে বসেছে মাহমুদউল্লাহর দল। আজ তৃতীয় ম্যাচেও অস্বস্তিতে স্বাগতিকরা। আগে ব্যাটিং করে গুটিয়ে গেছে ১২৪ রানেই। এর মধ্যেই ভয় পাইয়ে দিয়েছিলেন সম্প্রতি সময়ে দুর্দান্ত বোলিং করতে থাকা তাসকিন আহমেদ। ডান হাতে চোট পেয়েছেন তাসকিন।

বিজ্ঞাপন

কদিন পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজে তাসকিন নিশ্চয়ই বাংলাদেশের গুরুত্বপূর্ণ অস্ত্রো। ফলে তাসকিন চোটটি বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য খানিক বাদে সেই চিন্তা কমেছে। জানা গেছে, তাসকিনের চোট গুরুত্বর নয়।

ঘটনা পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে। তাসকিনের করা ওভারের প্রথম বলে স্ট্রেট ড্রাইভ খেলেছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তাসকিন বল ধরার চেষ্টা করেন। বল লেগে যায় ডান হাতের ওপরের অংশে।

চোট পাওয়া তাসকিন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতোর সঙ্গে মাঠ ছেড়ে যান। শুশ্রুষা শেষে পরে মাঠে ফিরে বোলিংও করেছেন তাসকিন। তবে টানা ফিল্ডিং করেননি। ১১তম ওভারে মাঠে ফিরে বোলিং করে আবারও মাঠ ছাড়েন। ইনিংসের শেষভাগে আবারও মাঠে ফিরে বোলিং করেছেন তরুণ পেসার।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে জানান, ‘এখনো আমাদেরকে (মেডিকেল টিম) কিছু জানানো হয়নি। সে হিসেবে ধরে নেওয়া যায় চোট ছোটই হবে। কারণ বড় চোট হলে নিশ্চয় আমাদের জানানো হতো।’

উল্লেখ্য, আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ২৬ নভেম্বর থেকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন