বিজ্ঞাপন

জার্মানিতে সরকার গড়তে তিন দলের ঐক্য, চ্যান্সেলর হচ্ছেন শোলজ

November 24, 2021 | 9:27 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভোট গ্রহণের প্রায় ২ মাস পর জার্মানিতে সরকার গড়তে তিন দল ঐক্যমত্যে পৌঁছেছে। বুধবার (২৪ নভেম্বর) জার্মানির সোশ্যাল ডেমোক্রেট পার্টি, পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন্স ও ব্যবসাবান্ধব ফ্রি ডেমোক্রেটস—এই তিন দলের মধ্যে সমঝোতা হয়েছে। এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জার্মানির নির্বাচনে ভোট গ্রহণ হয়।

বিজ্ঞাপন

২৬ সেপ্টেম্বরের নির্বাচনে ওলাফ শোলজের দল সোশ্যাল ডেমোক্রেট সর্বাধিক আসন পায়। এতে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা অ্যাঙ্গেলা মের্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্রেট অ্যালায়েন্স হেরে যায়। ওই নির্বাচনে পরিবেশবাদী গ্রিন্সও উল্লেখযোগ্য আসন পায়। এবার তিন দলের জোটের প্রধান হচ্ছেন ওলাফ শোলজ। জার্মানির পরবর্তী চ্যান্সেলরও হতে যাচ্ছেন তিনি।

জার্মানিতে সাধারণ নির্বাচনের পর থেকে সরকার গড়ার পথ যথেষ্ট জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠে। ২০১৭ সালের নির্বাচনের পর সেই প্রক্রিয়া শেষ হতে প্রায় ছয় মাস লেগে গিয়েছিল। দলগুলোর মধ্যে ঐকমত্যের লক্ষ্যে প্রাথমিক আলোচনায় আশার আলো দেখলে তবেই জোট গড়ার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

সেখানে শীর্ষ নেতাদের পাশাপাশি বিশেষজ্ঞরা মিলে অভিন্ন সাধারণ কর্মসূচির উদ্যোগ নেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে দরকষাকষি করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন