বিজ্ঞাপন

দেশে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

November 24, 2021 | 9:44 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে। এখন তার বয়স হয়েছে, এ বয়সে শারীরিক কিছু জটিলতা থাকে। এর আগেও তিনি বিদেশে এ সব রোগের চিকিৎসা করিয়েছেন। তবে তার প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: এভারকেয়ার

বুধবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয় নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মুরাদ হাসান এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে। সরকার তার সবোর্চ্চ চিকিৎসা নিশ্চিত করছে। দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: খালেদা জিয়া ইস্যুতে ৮ দিনের কর্মসূচি বিএনপির

বিদেশে চিকিৎসার নিতে যাওয়ার অনুমোদন দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় আইনগত নানাদিক বিশ্লেষণ করছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন, ‘গণপরিবহনে ছাত্রীদের সঙ্গে অসৌজ্যনমুলক আচরণ দুঃখজনক এমন আচরণ কাম্য নয়। আমরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। নারী বা মেয়ে যেই হোক তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ যারাই করেছে তারা মানসিক বিকারগ্রস্ত এবং মানসিকভাবে অসুস্থ।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ‘খালেদা জিয়ার চিকিৎসা নয়, বিএনপির উদ্দেশ্য মানুষকে উসকে দেওয়া’

মুরাদ বলেন, ‘গণপরিহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। পৃথিবীর সব দেশের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে।’

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানান প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন