বিজ্ঞাপন

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

April 8, 2018 | 4:30 pm

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেসব গোখলে রোববার (৮ এপ্রিল) বিকেলে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন। গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়ার পর বিজয় কেসব গোখলের এটাই হচ্ছে প্রথম বাংলাদেশ সফর। ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরকে পরিচিতিমূলক সফর বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দুপুরে এক বার্তায় জানিয়েছে, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেসব গোখলে সোমবার সকালে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা এবং মেঘনাতে অনুষ্ঠিত হবে।

ঢাকা এবং নয়া দিল্লির একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই সচিব একাধিক বিষয়ে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করতে পারেন। যার মধ্যে দুইদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষর করা হতে পারে।

বিজ্ঞাপন

ঢাকা সফরে বিজয় কেসব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া ঢাকার একটি অভিজাত হোটেলে এক সেমিনারে বক্তব্য দিবেন ভারতের পররাষ্ট্র সচিব।

আরও পড়ুন

তিন কারণে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন রোববার

সারাবাংলা/জেআইএল/জেডএফ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন