বিজ্ঞাপন

শুরু হয়েছে রোমিওর গিটার অ্যাকাডেমি

November 26, 2021 | 8:59 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২০১২ সালে ‘চ্যানেল আই গেট সেট রক’ রিয়্যালিটি শো’র মাধ্যমে পরিচিতি পান গিটারিস্ট রোমো রোমিও। সেসময় আইয়ুব বাচ্চু তাকে ‘গিটার ক্রাইয়ার’ উপাধি দিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় টপ সিক্স-এ থাকা রোমিও রাজধানীর মোহাম্মদপুরে চালু করেছেন গিটার অ্যাকাডেমি। এতে অনলাইন ও অফলাইনে গিটার শেখানো হবে।

বিজ্ঞাপন

রোমিও বলেন, ‘আমার এই গিটার অ্যাকাডেমিতে যেকোনো বয়সরে যে কেউ গিটার শিখতে পারবেন। প্রয়োজনীয় সব স্কেল, আরপিজিও, কর্ড, কর্ড রিলেশন, মুড ইত্যাদি সবই শিখতে পারবেন।’

এর বাইরে রোমিওর ইউটিউব চ্যানেল থেকেও অনেক কিছু শেখা যাবে। রোমিওর গিটার শেখার এই চ্যানেলের নাম ‘রমো রোমিও গিটার’।

রোমিও মূলত বিভিন্ন ব্যান্ডে লিড গিটার প্লে করেন। বেশ কিছু অ্যালবাম রিলিজ হয় দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যানার থেকে। তার প্রথম গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবামের নাম হলো ‘প্যালেস্টাইন’ । এছাড়াও কিছু সিঙ্গেল ট্রাক শ্রোতাদের কাছে সাড়া পায় যেমন আঘাত, আত্মকথন, অপ্সরা, অমাবস্যা।’

বিজ্ঞাপন

এ যাবৎ রোমিওর প্রকাশিত চারটি গিটারের বই প্রকাশিত হয়েছে। এগুলো হলো ‘বেসিক গিটার’, ‘মিউজিক এন্ড গিটার’, ‘গিটার গাইড’ ও ‘গিটার বুক’। চট্টগ্রামের ‘ইনস্টিটিউট অফ মিউজিক’থেকে সেরা গিটার শিক্ষক ও বই লেখক থেকে দুইবার সম্মাননা স্মারক অর্জন করেন তিনি।

সারাবাংলা/এজেডএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন