বিজ্ঞাপন

কারাবন্দি কর্মীদের মুক্তি দাবি মুহিবুল্লাহর

November 27, 2021 | 9:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কারাগারে থাকা হেফাজতে ইসলাম কর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যহারের দাবি জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

বিজ্ঞাপন

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক ওলামা-মাশায়েখ সম্মেলনে হেফাজত আমিরের লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা হারুন আজিজী নদভী।

প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কুরআন-হাদিস আমাদের হৃদয়ের জিনিস, মাথার জিনিস। আমরা সেভাবেই কুরআন হাদিসকে ভক্তি করি। হযরত মুহাম্মদ (স.) আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সে শিক্ষাই আমরা মাথায় নিয়ে চলছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কুরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রধানমন্ত্রী পাস করেন নাই। ভবিষ্যতেও করবেন না। এটি তার ওয়াদা।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শফী হুজুরকে (আল্লামা শাহ আহমদ শফী) কতটুকু যে ভক্তি করতেন তা আমি কাছ থেকে দেখেছি। কাজেই আপনারা বলার আগে তিনি মনে রাখেন কী করা উচিত, কী করা উচিত নয়। কোভিডের কারণে মাদরাসা যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন প্রধানমন্ত্রীকে বললাম হাফেজরা ভুলে যাবেন, এই চর্চাটা। মাদরাসা খুলে দিন, তিনি মাদরাসা খুলে দিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন

আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন, আপনারা সবাই অবগত আছেন যে, সংগঠনের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সংগঠনের নামের সঙ্গে তার কাজ, উদ্দেশ্য ও দায়িত্বের পুরোপুরি মিল রয়েছে। আমরা জাতিগতভাবে মুসলিম। আমাদের ধর্ম ইসলাম। আল্লাহর দেওয়া বিধান কুরআন মজিদ ও রাসূল (স.) প্রদর্শিত পথ ও পদ্ধতির ওপর ভিত্তি করে ইসলামি জীবন পরিচালিত হয়। তাই আমরা কুরআন-সুন্নাহকে জীবনের সকল ক্ষেত্রে দিক নির্দেশনা ও বিধানাবলীর উৎস হিসেবে মানি ও বিশ্বাস করি।’

সারাবাংলা/কেআইএফ/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন