বিজ্ঞাপন

শার্শায় ১০ ইউপির ৫টিতে আ.লীগ, ৫টি স্বতন্ত্র বিজয়ী

November 28, 2021 | 11:55 pm

লোকাল করেসপন্ডেন্ট

বেনাপোল: নির্বাচন বয়কট, ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন পাঁচটি ইউনিয়ন পরিষদে। এছাড়া পাঁচটি ইউপিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বিজ্ঞাপন

এর আগে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। পরে ভোট গণনা শেষে শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদি হাসান ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল থেকে জানা যায়, শার্শা সদর ইউনিয়নে কবির উদ্দিন তোতা (নৌকা) বিজয়ী হয়েছেন। এছাড়া বাগআচড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। এর বাইরে বিজয়ী অন্যান্যরা হলেন- উলাশী ইউনিয়নে রফিকুল ইসলাম (নৌকা), কায়বা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন (আনারস), গোগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান (আনারস), পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফার (নৌকা), বাহাদুরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান (আনারস), নিজামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা বিপুল (চশমা), ডিহি ইউনিয়নে আসাদুজ্জামান মুকুল (নৌকা) ও লক্ষ্মণপুর ইউনিয়নে আনোয়ারা খাতুন (নৌকা)।

শার্শা উপজেলা নিবাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, তুচ্ছ কিছু ঘটনা ছাড়া শার্শায় শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন