বিজ্ঞাপন

জামাল খাশোগির সন্দেহভাজন খুনি ফ্রান্সে গ্রেফতার

December 7, 2021 | 11:30 pm

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি বংশোদ্ভূত সাংবাদিক-কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌদি আরবের এক নাগরিক ফ্রান্সে গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

ফরাসি গণমাধ্যমের বরাতে ওই প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) চার্লস দ্য গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল ওতাইবিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামাল খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক যে ২৬ সৌদি নাগরিকের তালিকা দিয়েছিল তার মধ্যে তিনি একজন।

এর আগে, ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি রাজতন্ত্রের বিশিষ্ট সমালোচক খাশোগিকে হত্যা করা হয়।

সৌদি আরব দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের অভিযানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তবে তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করে আসছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে খাশোগিকে হত্যা করেছেন। এমনকি খাশোগি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের নাম বিভিন্ন সময় সংবাদমাধ্যমে এসেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন এমবিএস।

সারাবাংলা/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন