বিজ্ঞাপন

চট্টগ্রামে কারাবন্দিরা পেলেন ফাইজারের ভ্যাকসিন

December 9, 2021 | 6:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদেরও। সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে কারা কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুযায়ী কোনো ধরনের নিবন্ধন ছাড়াই ভ্যাকসিন পেতে শুরু করেছেন বন্দিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম দিনে ৮০০ বন্দিকে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম খান।

শফিকুল ইসলাম খান সারাবাংলাকে জানান, কারাগারে হাজতি ও কয়েদি মিলে প্রায় আট হাজারের মতো বন্দি আছেন। কারাগারের ভেতরে দু’টি কক্ষে আটটি বুথে চলছে টিকা দেওয়ার কার্যক্রম। প্রথমদিন ৮০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে প্রতিদিন ৫০০ জন করে ভ্যাকসিন পাবেন।

এজন্য বন্দিদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে কোনো নিবন্ধন করতে হচ্ছে না। কারা কর্তৃপক্ষ তালিকা তৈরি করেছে। ভ্যাকসিন নেওয়ার পর তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া একটি ভ্যাকসিন কার্ড দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

কারাগারে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের উপ মহা কারা পরিদর্শক (ডিআইজি প্রিজন) ফজলুল হক, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, জেল সুপার মো. শফিকুল ইসলাম খান, চট্টগ্রাম কারা হাসপাতালের চিকিৎসক শামীম রেজা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার জানিয়েছেন, যেসব বন্দি ভ্যাকসিনের প্রথম ডোজ পাবেন, তাদের কারাগারে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর মধ্যে যদি কেউ মুক্তি পেয়ে যান, তারা বাইরে ভ্যাকসিন কার্ড প্রদর্শন করে টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। নতুন বন্দি যারা আসবেন কারাগারে, তাদের মধ্যে কেউ ভ্যাকসিন দেওয়া না থাকলে, তাদেরও পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন