বিজ্ঞাপন

বিকেল ৩টা থেকে আবার আন্দোলনের আল্টিমেটাম

April 9, 2018 | 11:57 am

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : পুলিশের হাতে আটক হওয়া আন্দোলনকারীদের দুপুরের মধ্যে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দাবি মানা না হলে বিকেল ৩টা থেকে আবারও ‘দুর্বার আন্দোলন’ গড়ে তোলার আল্টিমেটাম দিয়েছেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র নুরুল হক।

তিনি বলেন, ‘আমরা অহিংসত পদ্ধতিতে গত দুই মাস ধরে আন্দোলন চালিয়ে এসেছি। কিন্তু সেই আন্দোলনে রোববার পুলিশ হামলা চালিয়েছে। আমাদের অনেক কর্মীকে আটক করেছে। আমাদের দাবি, আজকের মধ্যে তাদের ছেড়ে দিতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সোমবার (৯ এপ্রিল) বেলা পৌনে ১২টায় এক সংবাদ সম্মেলনে নুরুল হক এ কথা বলেন।

বিজ্ঞাপন

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বলেন, ‘শুরু থেকে আমাদের আন্দোলন অহিংস, আমরা কোনো সহিংসতা করিনি। মধ্যরাতে ভিসি স্যারের বাসভবনে যারা হামলা চালিয়েছে তারা আমাদের কেউ নন। আমাদের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার ছেলেদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। অতি উৎসাহী পুলিশ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালিয়েছে। তাদের আপনি শনাক্ত করুন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

হলে ফিরছি, তবে ছাত্রদের পাশে আছি’
এবার ছাত্রীদের ওপর চড়াও ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে র‌্যাব
কার্জন হলেও দাঁড়াতে পারলেন না আন্দোলনকারীরা
আন্দোলন দমাতে পুলিশ-ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে ভীতি-উত্তেজনা
পুলিশি হামলার প্রতিবাদে হল ছেড়ে রাস্তায় ঢাবি ছাত্রীরা
শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঢাবিতে, সংঘর্ষ চলছেই
কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারীরা
কোটা সংস্কার: মহাসড়কে আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলন
স্বর্ণালঙ্কার খোয়া গেছে দাবি ভিসির স্ত্রীর
লাশের রাজনীতির চেষ্টায় আমার বাসভবনে হামলা: ঢাবি ভিসি

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন