December 13, 2021 | 2:12 pm
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানান।
মামলার অপর আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ।
বাদী পক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
গত ১২ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী । আদালত ছুটিতে থাকায় আজ সোমবার শুনানির দিন রাখেন।
বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর ডা. মুরাদ কানাডার উদ্দেশে দেশ ছাড়েন। কানাডায় ঢুকতে না পেরে তিনি রোববার (১২ ডিসেম্বর) দেশে ফিরে এসেছেন।
সারাবাংলা/এআই/একে