বিজ্ঞাপন

ঢাবিতে সংঘর্ষ: ঢামেকে ১৬৩ জনের চিকিৎসা

April 9, 2018 | 1:16 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে আহত ১৬৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলাউদ্দিন জানান, রোববার (৮ এপ্রিল) রাত থেকে সোমবার (৯ এপ্রিল) পর্যন্ত চিকিৎসা শেষে ১৬১ জন ফিরে গেছেন। আহতদের মধ্যে ১০ জন ছিলেন ছাত্রী।

বাকি দুইজনের শরীরে রাবার বুলেট লাগায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ভর্তি দুইজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লার হলের শাহরিয়ার শাকিল ও জিয়া হলের আশিকুর রহমান পল্লব।

চিকিৎসক আলাউদ্দিন জানান, হাসপাতালে ভর্তি দুইজনের অবস্থা গুরুতর নয়। তাদের শরীরে রাবার বুলেট লেগেছে। তাই ভর্তি করা হয়েছে। তাদের যে কোনো সময় ছুটি দেওয়া হবে।

সারাবাংলা/এসএসআর/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন