বিজ্ঞাপন

নবীনগরে দুর্বৃত্তের গুলিতে চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২

December 18, 2021 | 10:41 am

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নাটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান প্রার্থীসহ দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ হামলার শিকার হন তারা।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- নাটঘর ইউপির চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হক (৩০) এবং নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)। বাদল সরকার ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল সরকারকে নিয়ে কুড়িঘর বাজারে ওয়াজ মাহফিলে যান এরশাদুল হক। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার কবলে পড়েন এরশাদুল হক ও বাদল। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। গুরুতর আহত এরশাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত দেড়টার দিকে মারা যান তিনি।

বিজ্ঞাপন

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন