বিজ্ঞাপন

রনির পাঁচ উইকেটে এগিয়ে মধ্যাঞ্চল

December 19, 2021 | 7:20 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

একাদশে জায়গা পেয়েই পাঁচ উইকেট তুলে নিলেন আবু হায়দার রনি। দারুণ বোলিং করেছেন রবিউল হক, হাসান মুরাদও। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটা দারুণই কেটেছে মধ্যাঞ্চলের। প্রথমে বোলিং করে পূর্বাঞ্চলকে ২৪৫ রানেই গুটিয়ে দিয়েছে দলটি। পরে বিনা উইকেটে ৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে মধ্যাঞ্চল।

বিজ্ঞাপন

রোববার (১৯ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামা মধ্যাঞ্চলের দিনের শুরুটাই ভালো হয়েছিল। দারুণ ফর্মে থাকা পূর্বাঞ্চলের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে রানের খাতা খোলার আগেই ফেরান রবিউল হক।

তারপর অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে অবশ্য দারুণ একটা জুটি গড়ে প্রতিরোধ গড়েন শাহাদাত হোসেন দিপু। দ্বিতীয় উইকেটে ৫৬ রান তোলেন দুজন। ইমরুল ৬০ বলে ৩২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। শাহাদাত হোসেন অবশ্য অনেকক্ষণই ছিলেন ক্রিজে। কিন্তু আবু হায়দার রনির দারুণ বোলিংয়ের সামনে বাকিদের কেউই সেভাবে বড় স্কোর গড়তে পারলেন না।

যাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪৫ রানে গুটিয়ে গছে পূর্বাঞ্চল। শাহাদাত ১৩২ বল খেলে ১০টি চারের সাহায্যে ৭২ রান করেন। শেষ দিকে ৪০ রান করে অপরাজিত থেকেছেন স্পিনার নাইম হাসান। এছাড়া প্রিতম কুমার ৩০, নাদিফ চৌধুরী ২৬ রান করেন।

বিজ্ঞাপন

মধ্যাঞ্চলের হয়ে রনি ২০.৫ ওভার বোলিং করে ৯৩ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। হাসান মুরাদ ৪৭ রানে তিনটি ও রবিউল হক ২৯ রানে দুই উইকেট নিয়েছেন। পরে শেষ বিকেলে বিনা উইকেটে ৫ রান তুলে দিন শেষ করেছে মধ্যাঞ্চল।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন