বিজ্ঞাপন

পহেলা বৈশাখে নুহাশের ‘পেপার ফ্রগস’

April 9, 2018 | 4:07 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গত বছর ‘হোটেল আলবাট্রস’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন নুহাশ হুমায়ূন। ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজে’ প্রচারিত নাটকটি সুন্দর গল্প ও চমৎকার উপস্থাপনের জন্য দারুণ প্রশংসিত হয়েছিল।

তবে ‘হোটেল আলবাট্রস’ এর আগেই নুহাশ হুমায়ূন নির্মাণ করেছিলেন একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা। এতদিন পরে এসে সেই ‘পেপার ফ্রগস’ দেখানো হচ্ছে টেলিভিশন পর্দায়।

বিজ্ঞাপন

পহেলা বৈশাখ রাতে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নুহাশ হুমায়ূনের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পেপার ফ্রগস’। ওইদিন রাত ৮টায় জেনারেশন এক্সক্লুসিভ প্রিমিয়ার হবে ছবিটির। ১৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির প্রধান দু্ই চরিত্রে অভিনয় করেছেন আনাফ রহমান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাঁজবাতি।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্টে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়। ভারতে সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে ‘পেপার ফ্রগস’।

‘পেপার ফ্রগস’ নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন