বিজ্ঞাপন

যেন হাফ ছেড়ে বাঁচা গেল…

December 21, 2021 | 3:58 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়ে বড় অনিশ্চয়তার মধ্যেই পড়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। করোনাভাইরাস ইস্যুতে ৭ দিনের কোয়ারেন্টাইনটা অপ্রত্যাশিতভাবে হয়ে গিয়েছিল ১১ দিন। সিরিজ পেছানো বা স্থগিতের শঙ্কাও তৈরি হয়েছিল। আবার সিরিজ স্থগিত করে দেশে ফেরার চিন্তাতেও ছিল বড় বাঁধা। সব কাটিয়ে অবশেষে স্বস্তির মুক্তি। গতকাল দলের সকলের করোনা ভাইরাসের নেগেটিভ ফল এসেছে। যাতে আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যেন হাফ ছেড়ে বাঁচা গেল…।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলের সকল সদস্যের করোনা নেগেটিভের খবর পাওয়া যায় গতকালই। অর্থাৎ আজ টাইগারদের প্রথম দিনের অনুশীলনে নামার বিষয়টি অনুমিতই ছিল। সকাল ক্রাইস্টচার্চে অনুশীলনে নেমে পড়েন ক্রিকেটাররা।

গা গরমের লক্ষ্যে শুরুতে ফুটবল নিয়ে নেমে পড়েন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাসকিন আহমেদরা। দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেছেন অনেকক্ষণ। পরে হালকা ব্যাটিং-বোলিং অনুশীলন হয়েছে। তবে অনুশীলনের ফাঁকে দেখা গেল ক্রিকেটারদের গল্পে মজে যেতে। পাশাপাশি থাকলেও কোয়ারেন্টাইনের জন্য যে সম্মুখ কথা বলার সুযোগ হয়নি এতোদিন!

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন, ‘১১ দিন রুমে থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল। এখন পরিষ্কার আকাশের নিচে রৌদ্রজ্জ্বল পরিবেশে ছেলেরা বেশ ফুরফুরে আছে। আগামী এক-দুই দিন কিছুটা হালকা অনুশীলন হবে। ছেলেরা আবার ব্যাটিং-বোলিং শুরু করবে। এরমধ্যে আমরা তাওরাঙ্গা চলে যাব। প্রথম টেস্টের আগে ছয়দিনের একটা কঠোর অনুশীলন চলবে। আশা করছি ছেলেরা তখন টেস্ট ম্যাচের যে ইনটেনসিটি আছে তা ফিরে পাবে।’

বিজ্ঞাপন

দুটি টেস্ট খেলার উদ্দেশ্যে গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিমান ধরে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে যায় সেখানে ছিলেন করোনাভাইরাসের নতুন সংক্রমন ওমিক্রনের এক রোগী। ঝামেলাটা বাঁধে তাতেই। নিউজিল্যান্ডে গিয়ে করোনায় আক্রান্ত হন বাংলাদশের বোলিং কোচ রঙ্গনা হেরাথ। যাতে অনুশীলন সুবিধা পেলেও পরে অনুশীলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ক্রিকেটারদের।

গত পরশু হওয়া ক্রিকেটারদের চতুর্থ ধাপের করোনা পরীক্ষার ফলের ওপর নির্ভর করছিল অনেক কিছু। এই পরীক্ষায় কেউ একজন পজিটিভ হলে কোয়ারেন্টাইন সময় বেড়ে যেতে। সেক্ষেত্রে সিরিজ পিছিয়ে যেতে পারত বা স্থগিতও হতে পারত। নিউজিল্যান্ড সরকার আক্রান্ত কাউকে দেশ ত্যাগ করতে দিতেন কিনা সেটাও ছিল বড় প্রশ্ন।

তাছাড়া নিউজিল্যান্ড সিরিজ শেষ হলেই মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। ফলে এই সিরিজ পিছিয়ে যাওয়ার বিষয়টি সরাসরিই প্রভাবিত করত বিপিএলকে। তবে শেষ করোনা পরীক্ষায় সকলর নেগেটিভ ফল আসায় সব শঙ্কাই আপাতত দূর হয়েছে। সব ভুলে এখন সিরিজে ভালো করার চিন্তাই করতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা ১ জানুয়ারী, দ্বিতীয়টি ৯ জানুয়ারী।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন